স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, তিন দিনের রাষ্ট্রীয় শোক

0
স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, তিন দিনের রাষ্ট্রীয় শোক

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। মর্মান্তিক এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা।

সোমবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করে প্রধানমন্ত্রী সানচেজ বলেন, “আজ গোটা স্পেনের জন্য শোকের দিন। আমরা এই দুর্ঘটনার মূল কারণ উদঘাটন করব এবং যখনই এর কারণ জানা যাবে, তা পূর্ণ স্বচ্ছতার সঙ্গে জনসমক্ষে প্রকাশ করা হবে।”

রেল নেটওয়ার্ক অপারেটর আদিফ জানায়, গত রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে কর্ডোবা প্রদেশের আদামুজ শহরের কাছে দুই ট্রেনের সংঘর্ষ ঘটে।

মালাগা থেকে মাদ্রিদগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিকের রেললাইনে চলে এলে সেই লাইনে আসতে থাকা আরেকটি ট্রেনের সঙ্গে সেটির প্রচণ্ড সংঘর্ষ হয়।

পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, সংঘর্ষের তীব্রতায় দ্বিতীয় ট্রেনটির বগিগুলো রেললাইনের পাশের নিচু জমিতে ছিটকে পড়ে। নিহত ও আহতদের বেশিরভাগই ছিলেন দ্বিতীয় ট্রেনটির সামনের দিকের বগির যাত্রী, যা মাদ্রিদ থেকে উয়েলভার দিকে যাচ্ছিল।

দুর্ঘটনাটিকে ‘অত্যন্ত অদ্ভুত’ বলে বর্ণনা করেছেন পরিবহন মন্ত্রী। তিনি জানান, তদন্ত শেষ হতে অন্তত এক মাস সময় লাগতে পারে।

তবে প্রাথমিক তদন্তের বরাত দিয়ে একটি সূত্র জানিয়েছে, বিশেষজ্ঞরা রেললাইনের একটি জোড়ায় ত্রুটি খুঁজে পেয়েছেন।

ওই ত্রুটির কারণে ট্রেনের চলাচলের সময় রেল সেকশনগুলোর মধ্যকার ফাঁক বেড়ে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এই ত্রুটি দুর্ঘটনার কারণ নাকি ফলাফল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দুই ট্রেনে থাকা মোট ৪০০ জন যাত্রী ও কর্মীর মধ্যে ১২২ জন আহত হয়েছেন। বর্তমানে ৪১ জন হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে শিশুও রয়েছে এবং ১২ জন রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।

সূত্র: গার্ডিয়ান, বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here