স্পিন বিষে নীল ভারত, শ্রীলঙ্কার টার্গেট ২১৪

0

এশিয়া কাপের ফাইনালে উঠার লড়াইয়ে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ২১৩ রানেই গুটিয়ে গেছে ভারত। জয়ের জন্য ২১৪ রান দরকার শ্রীলঙ্কার।

মঙ্গলবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে ভারত।  

চতুর্থ উইকেটে আবারও জুটি গড়েন লোকেশ রাহুল ও ইশান কিশান। ৮৯ বলে তারা গড়েন ৬৩ রানের জুটি। এই জুটিও বেশ লম্বা করতে দিলেন না ওয়েলালাগে। রাহুল ফিরে যান ৩৯ রানে। কিছুক্ষণ পর আসালাঙ্কা এসে ফেরান থিতু হয়ে থাকা কিশানকে। ৩৩ রান করে সাজঘরে ফেরেন ভারতীয় ব্যাটার।

কিশান ফেরার পর একে একে উইকেট হারাতে থাকে ভারত। হার্দিক পান্ডিয়াকে ৫ রানে ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন ওয়েলালাগে। কিছুক্ষণ পর ফিরে যান রবীন্দ্র জাদেজাও। তিনি করেন ৪ রান। এরপর জসপ্রিত বুমরাহ (৫) ও কুলদীপ যাদবকে (০) বিদায় করে চার উইকেট পূর্ণ করেন আসালাঙ্কা।  

শেষদিকে সিরাজকে নিয়ে কিছুক্ষণ লড়াই করে দুইশ রান পার করেন অক্ষর প্যাটেল। শেষ ওভারের প্রথম বলে অক্ষর প্যাটেল বিদায় নিলে ভাঙে ৪১ বলে ২৭ রানের শেষ জুটিটি। ৩৬ বলে ২৬ রানের লড়াকু ইনিংস খেলেন অক্ষর। সিরাজ অপরাজিত থাকেন ৫ রানে।  

শ্রীলঙ্কার পক্ষে ১০ ওভারে ৪০ রান খরচায় ৫ উইকেট নেন ওয়েলালাগে। ৯ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন আসালাঙ্কা ও বাকি উইকেট নেন থিকশানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here