স্পাই ইউনিভার্সের নতুন সিনেমায় দীপিকা-ক্যাটরিনাকে দেখা যাবে?

0

এবার নারীকেন্দ্রিক সিনেমার কথা ভাবছে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স। আর সেই সিনেমায় অভিনয় করতে পারেন দীপিকা পাডুকোন ও ক্যাটরিনা কাইফ।

চিত্রনাট্যকার শ্রীধর রাঘবন নিউজ এইটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা ও ক্যাটরিনাকে নিয়ে নারীকেন্দ্রিক স্পাই সিনেমার চিত্রনাট্যের পরিকল্পনার জানিয়েছেন।

পাঠানে শাহরুখের সাথে অ্যাকশনে ঝড় তোলেন দীপিকা। অন্যদিকে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজিতে গুরুত্বপূর্ণ মুখ ছিলেন ক্যাটরিনা।

দীপিকা এখন ‘ফাইটার’ সিনেমায় শুটিংয়ে ব্যস্ত। শাহরুখের পরবর্তী সিনেমা ‘জওয়ানে’ও আছেন তিনি।

ক্যাটরিনাকে দেখা যাবে শ্রীরাম রাঘবন পরিচালিত থ্রিলার সিনেমা ‘মেরি ক্রিসমাস’ এ দেখা যাবে। এছাড়া ফারহান আখতার পরিচালিত ‘জি লে জারা’তেও অভিনয় করবেন তিনি। এর মধ্যে ১০ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘টাইগার ৩’। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here