‘স্পাইডারম্যান-৪’ সিনেমায় ফিরছে হাল্ক

0
‘স্পাইডারম্যান-৪’ সিনেমায় ফিরছে হাল্ক

বড় পর্দায় ফেরার অপেক্ষায় এখন গোটা মার্ভেল দুনিয়া। কারণ আসছে বহু প্রতীক্ষিত নতুন ছবি ‘স্পাইডারম্যান ৪: ব্র্যান্ড নিউ ডে’। মার্ভেল স্টুডিও ও সনি পিকচার্সের এই ছবি আগের সবগুলোর চেয়ে হবে আরও বেশি অ্যাকশন, রহস্য আর তারকায় ভরপুর।

ছবিতে আবারও স্পাইডারম্যানের ভূমিকায় ফিরছেন টম হল্যান্ড। এটি হবে চরিত্রটিতে তার সপ্তম উপস্থিতি। আগের পর্বে মতো এবারও তিনি নতুন পোশাকে শহরের রাস্তায় লড়বেন সাধারণ মানুষের জন্য।

ইতিমধ্যে ছয়জন তারকার নাম নিশ্চিত হয়েছে। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন আরেক পরিচিত মুখ টনি রেভোলোরি। যিনি আগের তিনটি ছবিতে ইউজিন ‘ফ্ল্যাশ’ থম্পসন চরিত্রে অভিনয় করেছিলেন।

‘হলিউড ইনসাইডার’ সূত্রে জানা গেছে, ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ শুরু হবে আগের কিস্তি ‘নো ওয়ে হোম’-এর শেষ দৃশ্য থেকে। সেখানে পৃথিবীর সবাই পিটার পার্কারকে ভুলে গেছে। নতুন গল্পে দেখা যাবে, কীভাবে সে নিজের পরিচয় ও দায়িত্ব পুনর্গঠন করছে।

ছবিটি ২০২৬ সালের ৩১ জুলাই মুক্তি পাবে।

ফিরছেন আরও কয়েকজন জনপ্রিয় চরিত্রও। জেন্ডায়া থাকছেন এমজে চরিত্রে, যদিও এবার তার ভূমিকা কিছুটা সীমিত। জ্যাকব বাতালন ফিরছেন পিটারের বন্ধু নেড লিডস হিসেবে, তবে তাদের সম্পর্ক অনিশ্চিত। মাইকেল ম্যান্ডো আবারও দেখা দেবেন ম্যাক গারগান / স্করপিয়ন চরিত্রে, যা তার বড় প্রত্যাবর্তন হতে যাচ্ছে ২০১৭ সালের পর।

জন বার্নথাল হাজির হবেন দ্য পানিশার চরিত্রে, যিনি প্রথমবারের মতো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে যোগ দিচ্ছেন।

সবশেষে, ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক মার্ক রাফালো ফিরছেন হাল্ক চরিত্রে, এবার একেবারে তার পুরোনো রূপে, ‘স্যাভেজ হাল্ক’ অবতারে।

প্রতিবেদন বলছে, এক পর্যায়ে স্পাইডারম্যান ও পানিশার মিলে এক জনপ্রিয় অ্যাভেঞ্জারকে থামানোর মিশনে নামবেন, যা ছবির সবচেয়ে রোমাঞ্চকর অংশ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here