বিশ্বের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী আমেরিকান কমিক স্ট্রিপ পিনাটস এবং এর জনপ্রিয় বিভিন্ন চরিত্র স্নুপি ও চার্লি ব্রাউন কিনে নিচ্ছে জাপানের প্রযুক্তি কোম্পানি সনি।
পিনাটসের এসব চরিত্রের নির্মাতা চার্লস এম শুলজ। এর আগে, ২০১৮ সালেই পিনাটসের ৩৯ শতাংশ শেয়ার কিনে রেখেছিল জাপানি কোম্পানিটি। এখন কানাডিয়ান প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডব্রেইন’-এর কাছ থেকে ৪৬ কোটি ডলারে এ ফ্র্যাঞ্চাইজিটির ৪১ শতাংশ শেয়ার কিনছে সনি। ফলে নতুন এই চুক্তির কারণে সনির মোট শেয়ারের পরিমাণ ৮০ শতাংশ হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
চুক্তিটি বর্তমানে সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা সম্পন্ন হলে পিনাটস আনুষ্ঠানিকভাবে সনির এক সহযোগী প্রতিষ্ঠানে পরিণত হবে। তবে ফ্র্যাঞ্চাইজিটির বাকি ২০ শতাংশ মালিকানা এখনও শুলজের পরিবারের কাছেই থাকছে।
৭৫ বছর আগে, ১৯৫০ সালে কমিক স্ট্রিপের মাধ্যমে পিনাটসের যাত্রা শুরু করেছিলেন শুলজ। তারপর থেকে ফ্র্যাঞ্চাইজিটি অভাবনীয়ভাবে বড় হয়েছে, তৈরি হয়েছে নানা অ্যানিমেটেড সিরিজ, কার্টুন মিউজিক্যাল ও চলচ্চিত্র, যা ‘স্নুপি’ চরিত্রটিকে বিশ্বজুড়ে প্রতিটি ঘরে জনপ্রিয় করে তুলেছে। সনি বলেছে, কয়েক বছর আগে এই ব্র্যান্ডের ৩৯ শতাংশ শেয়ার কেনার পর থেকেই পিনাটসের মেধাসত্ত্ব ছড়িয়ে দিতে কাজ করছে তারা।
সনি মিউজিক এন্টারটেইনমেন্ট জাপানের প্রধান নির্বাহী শুনসুকে মুরামাতসু বলেছেন, “অতিরিক্ত এই মালিকানা পাওয়ার পর আমরা আনন্দিত। এখন সনি গ্রুপের বিশাল বৈশ্বিক নেটওয়ার্ক ও আমাদের সক্ষমতাকে কাজে লাগিয়ে পিনাটস ব্র্যান্ডের গুরুত্ব আরও উন্নত করতে পারার বিষয়ে আমরা রোমাঞ্চ বোধ করছি।”

