স্থান নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হার

0

জুনিয়র ডেভিস কাপ টেনিসে স্থান নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। শুক্রবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ০-২ ব্যবধানে হেরেছে সফরকারীরা। 

এ দিন ২-৬, ১-৬ গেমে এলিয়েনের বিপক্ষে হারেন কাব্য গায়েন। আরেক একক ইভেন্টে লুকের কাছে ১-৬, ৪-৬ গেমে হেরেছেন তানভীর তুষার। দুই একক খেলায় হারায় দ্বৈত’র আর প্রয়োজন হয়নি। 

বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। শুক্রবার স্থান নির্ধারণীতে সিঙ্গাপুরের বিপক্ষে হেরে জুনিয়র ডেভিস কাপের আসর শেষ করল। 

এর আগে, গ্রুপ পর্যায়ে দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে উঠেছিল বাংলাদেশ। 

সাম্প্রতিক সময়ে টেনিসে ভালো পারফরম্যান্স করছে জুনিয়র পুরুষ দল। বিশ্ব জুনিয়র টেনিসের এশিয়ান অঞ্চলের প্রাক বাছাইয়ে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ। বাহরাইনে এই অর্জনের কিছুদিন পরই মালয়েশিয়ায় জুনিয়র ডেভিস কাপে বাংলাদেশ কোয়ার্টারে উঠেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here