ডলার বন্ড থেকে ঋণ নেওয়ার ঝুঁকি এড়ানোর লক্ষ্যে টাকা-নির্ধারিত বন্ড মার্কেট বিকশিত করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের প্রতিনিধি দল।
গতকাল বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে গভর্নর আবদুুর রউফ তালুকদারের সভাপতিত্বে বিশ্বব্যাংক-আইএমএফের সাতজন প্রতিনিধি ছাড়াও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক সাংবাদিকদের বলেন, ‘কীভাবে সেকেন্ডারি বন্ড মার্কেট উন্নয়ন করা যায়, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রাইমারি মার্কেটে আমরা বন্ড ইস্যু করছি। এটার সেকেন্ডারি ট্রেডটা কীভাবে মার্কেট ওরিয়েন্টেড করা যায়, কার্যকর করা যায় তার একটা সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে আলোচনা হয়েছে।’ তিনি বলেন, ‘গভর্নমেন্ট বন্ড দিয়ে আমাদের সেকেন্ডারি মার্কেট ডেভেলপ। আমাদের করপোরেট বন্ডের সংখ্যা খুবই কম। সুতরাং পুরো মার্কেটটা নিয়ে যদি আমরা কাজ করতে পারি এবং সেটা যদি ডেভেলপ হয়, এতে প্রাইভেট বন্ড মার্কেট যেটা আছে সেটাও কিন্তু ডেভেলপ হবে।’