স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

0

কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামী রনি হোসেনকে (৩৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আরও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। এ ছাড়া দোষী প্রমাণিত না হওয়ায় রনির মা লিলি খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ জুন বিকেল সাড়ে ৪টায় স্ত্রী রত্মা খাতুনকে (৩৫) স্বামী রনি তার গ্রামের বাড়ি থেকে মার্কেট করে দেওয়ার কথা বলে কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় মা লিলি খাতুনের ভাড়া বাসায় নিয়ে আসেন। সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী রনি তার স্ত্রীকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে। নেশাগ্রস্ত ও জুয়াড়ি রনির সঙ্গে দাম্পত্য কলহ ছিল রত্না খাতুনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here