নরসিংদীতে স্ত্রী ও শিশু সন্তানকে গলা কেটে হত্যার দায়ে স্বামী ফখরুল ইসলামের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক শামিমা পারভিন এ আদেশ প্রদান করেন। একই সাথে আসামিকে আরো ২০ হাজার টাকা জরিমানা ধার্য করেন আদালত।
দণ্ডপ্রাপ্ত ফখরুল ইসলাম ঘোড়াদিয়া সঙ্গীতা এলাকার মো. সাইফুল্লার ছেলে। সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নরসিংদী জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এ পি পি) এড. এম এন অলিউল্লাহ,সহকারী পাবলিক প্রসিকিউটর (এ পি পি) এড.মো: আসাদুজ্জামন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এড.রোজিনা আক্তার।
মামলার আইনজীবী নরসিংদী জজ র্কোটের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এড.মো. আসাদুজ্জামান বলেন, দ্রুত সময়ের মধ্যে মামলা শেষ হয়েছে। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহন করেছেন আদালত। আমরা আসামির সবোর্চ্চ শাস্তি দাবী করেছি। আদালত সকল সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আসামির মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছে।