স্ত্রী শুভশ্রীকে কটাক্ষের ঘটনায় থানায় মামলা করলেন রাজ চক্রবর্তী

0
স্ত্রী শুভশ্রীকে কটাক্ষের ঘটনায় থানায় মামলা করলেন রাজ চক্রবর্তী

লিওনেল মেসির সঙ্গে ছবি তোলাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। বিষয়টি ভালোভাবে নেননি তার স্বামী, পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী। এ ঘটনায় সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানানোর পর এবার থানায় মামলা করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, গত রাতে রাজ চক্রবর্তী কলকাতার টিটাগড় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। স্ত্রীর বিরুদ্ধে করা কটাক্ষ ও ব্যক্তিগত আক্রমণকে তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন। রাজের অভিযোগ, এসব মন্তব্যের পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে।

অভিযোগে রাজ চক্রবর্তী বলেন, একজন নারীকে উদ্দেশ্য করে যেভাবে কুৎসা রটানো হচ্ছে, শারীরিক গঠন ও সন্তান নিয়ে কটূক্তি করা হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি এসব মন্তব্যকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

রাজ চক্রবর্তী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা রাস্তায় নারীদের অপমান করা হলে তিনি তার বিরুদ্ধে দাঁড়াবেন। নারীদের প্রতি অসম্মানজনক আচরণ তিনি কোনোভাবেই মেনে নেন না বলেও উল্লেখ করেন।

প্রসঙ্গত, গত শনিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সঙ্গে দেখা করেন শুভশ্রী গাঙ্গুলি। সেখানে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে কটাক্ষ শুরু হয়। পরিস্থিতি মাত্রা ছাড়িয়ে গেলে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন রাজ চক্রবর্তী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here