স্ত্রীসহ সাবেক হুইপ ইকবালুর রহিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

0
স্ত্রীসহ সাবেক হুইপ ইকবালুর রহিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক হুইপ ও দিনাজপুর-৩ আসনের সাবেক এমপি ইকবালুর রহিম ও তার স্ত্রী নাদিরা সুলতানা মুক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, আসামি ইকবালুর রহিম কর্তৃক ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক আয়ের বৈধ উৎসের সহিত অসংগতিপূর্ণ ১২ কোটি ২২ লাখ টাকার সম্পদ অসাধু উপায়ে অর্জন করে তা ভোগ-দখলে রাখেন এবং তার নিজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামীয় ২৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলার তদন্তের স্বার্থে আসামি ইকবালুর রহিমের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

নাদিরা সুলতানা মুক্তির আবেদনে বলা হয়েছে, ইকবালুর রহিম কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত সম্পদের একটি অংশ বৈধ করার অসৎ উদ্দেশ্যে তার স্ত্রীর মালিকানায় দেখিয়ে পরস্পর যোগসাজশে অবৈধভাবে ৭৪ লাখ ৮২ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক দখলে রাখার অপরাধে নাদিরা সুলতানা মুক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলার তদন্তের স্বার্থে আসামি নাদিরা সুলতানা মুক্তির বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here