স্ত্রীসহ সাবেক আইনমন্ত্রীর এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

0

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের একান্ত সহকারী সচিব (এপিএস) ও কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. রাশেদুল কাউসার ভূইয়া এবং তার স্ত্রী মোসা লুৎফুন নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।  

মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

এর আগে তাদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলমান জানিয়ে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক মো. মিজানুর রহমান।

আবেদনে বলা হয়, সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুল কাউসার ভূইয়ার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকা, ভারতে গরু পাচার করা, টেন্ডার এবং বদলি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলছে।  

অভিযোগ সংশ্লিষ্ট রাশেদুল কাউসার ভূইয়া সপরিবারে দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্তসূত্রে জানা যায়।  

আবেদনে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রাশেদুল কাউসার ভূইয়া ও মোসা লুৎফুন নাহারের বিদেশ গমনে নিষেধাজ্ঞার প্রার্থনা করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here