মার্কিন পপ তারকা কেনি ওয়েস্টকে নিয়ে বিতর্কের শেষ নেই। সম্প্রতি নিজের স্ত্রীর একটি ভিডিও ধারণ করে তা স্যোশাল মিডিয়ায় পোস্ট ফের তুমুল সমালোচনার মুখে পড়েছেন এই তারকা।
গত রবিবার ছিল বিয়াঙ্কার জন্মদিন। সেদিন বাথটবে স্নানরত স্ত্রী বিয়াঙ্কা সেন্সুরির নগ্ন ভিডিওটি ধারণ করেছিলেন তিনি। আর সেই ভিডিও পোস্ট করেন সোশাল মিডিয়ায়। নেটিজেনদের দাবি, বিয়াঙ্কা সেই সময় নেশাগ্রস্ত ছিলেন। আর সেই সুযোগ নিয়ে ভিডিওটি তোলেন ওয়েস্ট।
বিতর্কের পাতায় কেনির নাম আগে একাধিকবার এসেছে। ২০২৩ সালে আবার ইটালির রাস্তায় কেনি ও বিয়াঙ্কার ‘ন্যুড’ পোশাক পরে রাস্তায় হাঁটছিলেন বিয়াঙ্কা। সে সময়ও ছবি ঘিরেও ছিল বিতর্ক। ইলন মাস্কের সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন তিনি। এজন্য খেসারতও দিতে হয়েছে। কেনির টুইটার অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছিলেন ইলন।
মার্কিন এই শিল্পী এক সময় নিজের নাম বদলে নিজের নতুন নাম রাখেন ‘ইয়ে’। নাম পরিবর্তন করলেও অনুরাগীদের কাছে তিনি এখনও কেনি ওয়েস্ট। কেনি একসময় বিশ্বের বেস্ট সেলার সংগীত শিল্পীর খেতাব পেয়েছিলেন।
এর আগে আলোচিত মডেল ও অভিনেত্রী কিম কার্দাশিয়ানের সঙ্গে সম্পর্কে ছিলেন কেনি। ২০২৩ সালের জানুয়ারি মাসে জানা যায়, ২৯ বছরের অস্ট্রেলিয়ান আর্কিটেক্ট ও মডেল বিয়াঙ্কা সেন্সুরিকে গোপনে বিয়ে করে ফেলেছেন কেনি। এরপর বিচ্ছেদ হয় দুজনের।