সম্প্রতী দাম্পত্য জীবনের ৩০ বছর পূর্ণ করেছেন ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সওদাগর। স্ত্রী জোবায়দা রব্বানী মিতাকে নিয়েও বেশ কিছু স্মৃতিচারণও করেছিলেন তিনি।
তবে সেই সুখস্মৃতির রেশ কাটতে না কাটতেই হুট করেই স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন মিশা। না, তবে ভিন্ন কিছু ঘটেনি। গতকাল রবিবার ছিল স্ত্রী মিতার জন্মদিন। কাজের চাপে মিতার পাশে থাকতে পারেননি মিশা। এমনকি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেও ভুলে গেছেন। আর সে কারণেই স্ত্রীর কাছে ক্ষমা চান তিনি।
মিশা সওদাগর বর্তমানে কলকাতায় রয়েছেন। সেখানে নতুন সিনেমা ‘কবি’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। অন্যদিকে স্ত্রী মিতা আছেন যুক্তরাষ্ট্রে। মিশা বলেন, ‘আমি বর্তমানে কলকাতায় আছি। কবি ছবির শুটিং করছি। আর মিতা আছে যুক্তরাষ্ট্রে। গতকাল ছিল ওর জন্মদিন। আমি আগামী ২৫ তারিখ যুক্তরাষ্ট্রে যাব। তাই আমার শুটিংগুলো নির্মাতা হাসিবুর রেজা কল্লোল আগেভাগে শেষ করছেন। শুটিংয়ের ব্যস্ততার কারণে মিতার জন্মদিনের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম।’