স্ত্রীর আপত্তিকর ভিডিও বানিয়েছেন গায়ক আদনান সামি, অভিযোগ ভাইয়ের

0

পাকিস্তানি বংশোদ্ভূত জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামি আর বিতর্ক- যেন মুদ্রার এপিঠ-ওপিঠ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পর থেকে তিনি একের পর এক বিতর্কে জড়িয়েছেন। এবার আদনানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তারই ভাই জুনায়েদ সামি খান।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে আদনানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন জুনায়েদ। তার মতে, ‘আদনান তার দ্বিতীয় স্ত্রীর আপত্তিকর ভিডিও তৈরি করে তা আদালতে পেশ করেছিল। আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। আমার ভাইয়ের আসল চেহারাটা তুলে ধরা জরুরি। এই কাজ করতে আমার ভালো লাগছে না, তবু সবার সত্যিটা জানা উচিত। আমি ওর মতো মিথ্যা বলতে পারি না।’

জন্ম-পরিচয় নিয়েও মিথ্যাচার করেছেন আদনান সামি। তা স্মরণ করে জুনায়েদ বলেন, ‘১৯৬৯ সালের ১৫ আগস্ট, রাওয়াল পিন্ডির হাসপাতালে জন্মগ্রহণ করেন আদনান সামি। ১৯৭৩ সালে আমিও ওই হাসপাতালেই জন্মেছি। কিন্তু ও বলে বেড়ায় ওর জন্ম ইংল্যান্ডে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা।’

শুধু জন্ম-পরিচয়ই নয়, শিক্ষাগত যোগ্যতা নিয়েও ভুল তথ্য জানিয়েছে আদনান সামি। জুনায়েদের মতে- ‘ইংল্যান্ডে ডিগ্রি অর্জন করতে গিয়ে ফেল করে আদনান। তারপর লাহোর থেকে প্রশংসাপত্র জাল করে। পরে আবুধাবি থেকে প্রাইভেটে ‘এ লেবেল’-এর ডিগ্রি অর্জন করেন।’

সূত্র : হিন্দুস্তান টাইমস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here