স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

0

ঝিনাইদহে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক। সোমবার ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ রায় দেন। দন্ডিত আক্তারুল ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের হামিদুল হকের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মহেশপুরের গোলাম হোসেনের কন্যা ছাকিলা খাতুনের সাথে আক্তারুলের বিবাহ হয়। বিবাহের ৫ মাসের মাথায় স্ত্রী ছাকিলার সাথে আক্তারুলের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। ২০০৬ সালের ১৪ জানুয়ারি আসামি তার বাবার বাড়িতে বেড়াতে নিয়ে যায়। রাতে শ্বাসরোধ করে হত্যা করে এবং আত্মহত্যা বলে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here