মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে স্বামী এলাহী বক্সের হাসুয়ার কোপে স্ত্রী সালেহা খাতুনের মৃত্যু হয়েছে। আজ ভোর পাঁচটার দিকে এলাহী বক্সের বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। তিন সন্তানের জননী সালেহা খতুন মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, স্বামী এলাহী বক্সের মানসিক ভারসাম্য হবার কারণে বাড়িতে থাকতো না, পথে পথে ঘুরে বেড়াতো। কয়েকদিন আগে এলাহীর গায়ে পোকা হয়। এ কারণে তার স্ত্রী সালেহা তাকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসা দিচ্ছিলো। আজ হঠাৎ সালেহা খতুন বিকট চিৎকার দিতে থাকে। বাড়ির আসে পাশের লোক এসে দেখে এলাহী বক্স সালেহা খাতুনকে হাসুয়া দিয়ে কুপিয়ে চুল ধরে টানাটানি করছে। এসময় স্থানীয়রা সালেহা খাতুনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে ও স্বামী এলাহীকে দড়ি দিয়ে বেঁধে রাখে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন হত্যার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছেছি। স্বামী এলাহী বক্সকে আটক করা হয়েছে। লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে আছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।