স্ত্রীকে তালাকের পর দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী

0

ফরিদপুরের ভাঙ্গায় এক ছেলে ও এক মেয়ে রেখে স্ত্রী অন্য পুরুষের সঙ্গে চলে গেছেন। স্ত্রীর এমন প্রতারণায় দেশে এসে তালাকের পর দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী। এরপর স্থানীয় এলাকাবাসীকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন তিনি। 

শুক্রবার বিকেলে শতাধিক লোকের উপস্থিতিতে ওই প্রবাসী গোসল করেন। ঘটনাটি ঘটেছে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়েছে। 

যিনি দুধ দিয়ে গোসল করেছেন, তার নাম বদু সিকদার (৪৮)। তিনি প্রায় ২০ বছর ধরে সাইপ্রাসে থাকেন। তিনি প্রায় প্রতি বছর দেশে আসতেন। তিনি ১৭-১৮ বছর আগে পাশের ঘারুয়া ইউনিয়নে বিয়ে করেন। একসময় অর্থনৈতিক সংকট থাকলেও বর্তমানে তিনি বেশ স্বচ্ছল। গত দুই মাস আগে দুই সন্তান রেখে তার স্ত্রী অন্যের সঙ্গে চলে যায়। এতে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েন স্বামী বদু সিকদার। এরপর বউকে তালাক দেন। শুক্রবার বিকেলে  এলাকাবাসীকে ডেকে আনন্দের সঙ্গে একমণ দুধ দিয়ে গোসল করেন।

বদু সিকদার বলেন, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম। কিন্তু আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যান। তাই আমি আজ দুধ দিয়ে গোসল করে নিজেকে পাপমুক্ত করলাম। 

এ ব্যাপারে চুমুরদী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ওবায়দুর রহমান বলেন, বদু সিকদারের স্ত্রী গত দুই মাস আগে চলে গেছে। বদু সিকদার বউ যাওয়ার ১৫-২০ দিন পরে দেশে আসেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here