স্ত্রীকে ছুরিকাঘাতের পর হাসপাতালে নিলেন অটোচালক

0
স্ত্রীকে ছুরিকাঘাতের পর হাসপাতালে নিলেন অটোচালক

মুন্সীগঞ্জের শ্রীনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী গুরুতর আহত হয়েছে। শনিবার সকালে শ্রীনগর উপজেলার পশ্চিম হরপাড়া বাদল বেপারীর ভাড়াটিয়া অটোচালক মোস্তফার বিরুদ্ধে স্ত্রী রুমাকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। 

অভিযুক্ত মোস্তফা (৪২) জামাল শেখের ছেলে ও রুমা দেউলভোগ মাজার সংলগ্ন ফজল মোল্লার মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফা সবজি কাটার ছুরি দিয়ে রুমার পেটে আঘাত করে। রক্তাক্ত জখম হলে মোস্তফা নিজেই আহত স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে ছুরিকাঘাত করেছে মোস্তফা। 

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ক্যামেলীয়া জানান, বেলা সাড়ে ১১টার দিকে রুমাকে হাসপাতালে আনা হয়। ধারালো ছুরির আঘাতে রোগীর পেটের বাম পাশে ক্ষত হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। 

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল মিয়া বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করতে আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here