স্ত্রীকে কুপিয়ে দুই মেয়েকে আছাড়, শেষে নিজেই নিজের গলা কাটেন মামুন

0

কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকায় পরকীয়ার জেরে পারিবারিক কলহের একপর্যায়ে স্ত্রী ও দুই শিশুকন্যাকে হত্যাচেষ্টা চালিয়ে নিজেই আত্মহত্যার চেষ্টা করেছেন মামুন আলী নামে এক যুবক। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। চারজনই গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহতরা হলেন—হরিশংকরপুর এলাকার রবিউল ইসলামের ছেলে মামুন আলী, তার স্ত্রী মেঘলা, চার বছর বয়সী কন্যা কুলসুম ও দেড় বছর বয়সী কন্যা জান্নাত।

মামুনের পরিবারের সদস্য, স্বজন ও প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, মেঘলা পরকীয়ায় জড়িত ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন সন্ধ্যায় মেঘলাকে বেদম মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা চালান মামুন। এরপর দুই শিশুকন্যাকে আছাড় মেরে গুরুতর আহত করেন। পরে তিনি নিজেই গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন।

প্রতিবেশীরা জানান, ঘটনার সময় মেঘলা ও তার দুই শিশুসন্তানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে চারজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম জানান, ‘মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে চারজনই গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। আমরা সর্বোচ্চ চিকিৎসাসেবা দিচ্ছি।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘পারিবারিক কলহ থেকেই এ ঘটনা ঘটেছে। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here