স্ট্রিমিং জগতে বড় পদক্ষেপ নিল নেটফ্লিক্স। ৭২ বিলিয়ন ডলারের বিনিময়ে তারা কিনতে চলেছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি’র টিভি, ফিল্ম স্টুডিও ও স্ট্রিমিং বিভাগ।
এই চুক্তি বাস্তবায়িত হলে ‘গেম অব থ্রোনস’, ‘ডিসি ইউনিভার্স’ ও ‘হ্যারি পটার’ এর মতো ঐতিহাসিক ফ্র্যাঞ্চাইজির মালিকানা চলে যাবে বিশ্বের সবচেয়ে বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মটির হাতে।
কয়েক সপ্তাহের টানটান দর-কষাকষির পর নেটফ্লিক্স প্রতি শেয়ারে প্রায় ২৮ ডলার অফার করে প্রতিদ্বন্দ্বী প্যারামাউন্ট-স্কাইড্যান্সের ২৪ ডলারের প্রস্তাবকে ছাড়িয়ে যায়। গত বৃহস্পতিবার বাজার শেষে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি’র শেয়ারের দাম ছিল ২৪.৫ ডলার, বাজারমূল্য ৬১ বিলিয়ন ডলার।
বিশ্লেষকদের মতে- এই অধিগ্রহণ হলে হলিউডের ক্ষমতার ভারসাম্য আরও নেটফ্লিক্সের দিকে ঝুঁকে পড়বে। স্টুডিওর বিশাল কনটেন্ট লাইব্রেরি যুক্ত হলে নেটফ্লিক্স দীর্ঘমেয়াদি কনটেন্ট দখলে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে। তবে চুক্তিটি যুক্তরাষ্ট্র ও ইউরোপে কড়া অ্যান্টিট্রাস্ট নজরদারির মুখে পড়তে পারে, কারণ HBO Max এর প্রায় ১৩০ মিলিয়ন গ্রাহকও এর আওতায় চলে আসবে।
নেটফ্লিক্স অবশ্য যুক্তি দিয়েছে-এই একত্রীকরণ ভোক্তাদের জন্য কম খরচে বান্ডল সার্ভিস আনতে পারে এবং তারা আগের মতোই সিনেমা হলে নিয়মিত ছবি মুক্তি দেবে। কো-সিইও টেড সারানডোস বলেন, ওয়ার্নারের লাইব্রেরি আমাদের বৈচিত্র্যময় কনটেন্টকে আরও সমৃদ্ধ করবে।

