স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন যারা

0

অনেক নাটকীয়তা শেষে আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই দলে সুযোগ মেলেনি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুউল্লাহ রিয়াদের। মূল দলের পর এবার স্ট্যান্ডবাই তালিকায় থাকা আরও তিন ক্রিকেটারের নাম জানাল বিসিবি।

আজ শনিবার (১২ আগস্ট) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এ সময় তার সঙ্গে ছিলেন আরও দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আবদুর রাজ্জাক।

গ্রপপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ৩১ আগষ্ট ক্যান্ডিতে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিকদের বিপক্ষে। পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ৩ সেপ্টেম্বর আফগানদের বিপক্ষে বাংলাদেশ খেলবে পাকিস্তানের লাহোরে। উভয় গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার ফোরে। সেখান থেকে সেরা দুই দল নিয়ে হবে শিরোপা নির্ধারণী লড়াই।

এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ দল : 
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম , শামীম হোসেন পাটোয়ারী ও আফিফ হোসেন ধ্রুব।

স্ট্যান্ডবাই তালিকার ৩ ক্রিকেটার: তাইজুল ইসলাম, সাইফ হাসান ও তানজিম হাসান সাকিব।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here