এক দফা দাবির প্রতি বাইডেন প্রশাসনের সমর্থনের প্রত্যাশায় ৬ ডিসেম্বর ওয়াশিংটন ডিসি বিএনপির উদ্যোগে স্টেট ডিপার্টমেন্টের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হলো। এতে নেতৃত্ব দেন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েল।
কর্মসূচি শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সমীপে একটি স্মারকলিপি প্রদান করা হয় বলে আয়োজকরা জানান।
নেতৃবৃন্দ বাংলাদেশে আন্দোলনরত বিএনপি নেতাদের ধর-পাকড়ের নিন্দা এবং অবিলম্বে সকলের মুক্তির দাবিও জানিয়েছেন।