স্টার্কের ব্যর্থতা নিয়ে মুখ খুলল কলকাতা

0

গত ডিসেম্বরে আইপিএলের মিনি নিলামে মিচেল স্টার্ককে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পড়ে যায়। ব্যাপক লড়াই শেষে এই অস্ট্রেলিয়ান পেসারকে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কেনে কলকাতা নাইট রাইডার্স। তবে কী সর্বোচ্চ দামই স্টার্ককে চাপে ফেলে দিয়েছে? কারণ দুই ম্যাচে উইকেটশূন্য থেকে তিনি দিয়েছেন ১০০ রান।

চলতি আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স জিতলেও তাদের চিন্তার জায়গা স্টার্ক। দুই ম্যাচে দেদারসে রান বিলিয়েছেন। উইকেট পাননি একটিও। এরই মধ্যে তাকে একাদশ থেকে বাদ দেওয়ারও দাবি উঠেছে। এবার তাকে নিয়ে কথা বললেন কেকেআরের বোলিং কোচ ভরত অরুণ।

এর আগে উচ্চদামই স্টার্ককে চাপে ফেলেছে বলে মন্তব্য করেছিলেন বিশ্বকাপজয়ী সাবেক অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। বেশি মূল্য পাওয়া একধরনের চাপ বলে মনে করেন তিনি, ‘তার (স্টার্ক) চড়া মূল্যই তাকে চাপে ফেলবে। যখন কেউ সবচেয়ে বেশি টাকা পায় তার কাছে প্রত্যাশা থাকে অনেক বেশি।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here