স্টর্মি ড্যানিয়েলসের সাক্ষ্য, ট্রাম্প কী ফেঁসে যাচ্ছেন?

0

সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস আবারও আদালতকে জানালেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার যৌন সম্পর্ক ছিলো। 

তবে নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে স্টর্মি ড্যানিয়েলস অর্থের জন্য ট্রাম্পের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি অস্বীকার করেন।

তাকে ট্রাম্পের আইনজীবী প্রশ্ন করেন, কেন ২০১৬ সালের নির্বাচনের আগেই এ ঘটনার কথা সংবাদমাধ্যমকে জানাননি? জবাবে স্টর্মি বলেন, তখন তার হাতে সময় ছিল না।

 ২০০৬ সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ আছে। 
আর সেই কাণ্ড চাপা দিতেই ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্টর্মিকে ট্রাম্পের পক্ষ থেকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়া হয়েছিল। আর ব্যবসায়িক রেকর্ডে এ তথ্য গোপন করেন  ট্রাম্প।

ফলে ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছে। মুখ না খুলতে স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার দেওয়ার চেষ্টার অভিযোগ সামনে আসার পরই এসব অভিযোগ আনা হয়। অবশ্য ট্রাম্প নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। তার দাবি করেছেন, স্টর্মির সঙ্গে তার যৌন সম্পর্কও হয়নি।

তবে স্টর্মিকে থামাতে অর্থ দেয়ার কথা স্বীকার করেছেন ট্রাম্প।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here