গাজীপুরের কালিয়াকৈরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোয়াজ্জেম হোসেনের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে ছেলের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ছেলে বাপ্পিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত স্কুল শিক্ষক মোয়াজ্জেম হোসেন (৬০) উপজেলার রশিদপুর এলাকার মৃত বেলাল সিকদারের ছেলে। তিনি রশিদপুর হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
একপর্যায়ে ছেলে বাপ্পি বাবার হাতে কামড় এবং ধাক্কা দিয়ে বাড়ি থেকে চলে যায়। এতে বাবা অসুস্থ হয়ে পড়ে। পরে বাড়ির লোকজন বাবা মোয়াজ্জেম হোসেনকে দ্রুত উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং ছেলে বদিউল আলম বাপ্পিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।
নিহতের শ্যালক জিন্না সরকার বলেন, সকালে ভাগ্নে বাপ্পির সাথে তার বাবার কথা কাটকাটি হয়। একপর্যায়ে মোয়াজ্জেম হোসেন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। তবে ছেলের আঘাতে তার মৃত্যু হয়েছে কিনা, তা বলতে পারেননি তিনি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। শুনেছি বাবা-ছেলের ঝগড়ার পর বাবা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের হাতে কামড় এবং কপালে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্তে ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।