ফরিদপুরের বোয়ালমারীতে সিফাতুল শেখ (১৫) নামের এক শিক্ষার্থীকে স্কুলে যাওয়ার পথে গতিরোধ করে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত সিফাতুল উপজেলার ময়না ইউনিয়নের মধুবর্নি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সে চরবর্নি গ্রামের মতিয়ার শেখের ছেলে।
সিফাতুল ইসলাম জানান, প্রায় এক মাস আগে মধুবর্নি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী চরবর্নি গ্রামের সজীব মোল্যার ছেলে আলামিন মোল্যার কথা কাটাকাটি হয়। তাৎক্ষণিকভাবেই ঘটনাটির মিমাংসা করে দেয়। সিফাতুলের অভিযোগ, সেই ঘটনার জের ধরেই আজ বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে সকাল সাড়ে নয়টার দিকে গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রামের জাবেরসহ ৫-৭ জন রামদা, চাপাতি এবং লাঠিদিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে তাকে। এ তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা সিফাতুলকে বোয়ালমারী হাসপাতালে নিয়ে ভর্তি করে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের আটক করে নিয়ে আসতে বলেছি। ওই শিক্ষার্থীর পক্ষে কেউ অভিযোগ দিলে ব্যবস্থা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তবে এ বিষয়ে অভিযুক্ত কারো বক্তব্য পাওয়া যায়নি।