ইরানের কয়েকটি শহরের মেয়েদের স্কুলে যে রহস্যজনক বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। এ নিয়ে মুখ খুলেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি। তিনি এই ঘটনাকে শত্রুদের ইরানিবিরোধী হাইব্রিড যুদ্ধের অংশ বলে অভিহিত করেছেন।
গত নভেম্বর মাসে সর্বপ্রথম পবিত্র কোম শহরে প্রায় ৫০ জন ছাত্রী বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। একই ধরনের ঘটনা ঘটেছে কোম, তেহরান, কেরমান শাহ এবং আরদাবিল শহরের কয়েকটি স্কুলে।
সূত্র : পার্সটুডে।