স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ১

0

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ষষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আব্দুল হক মোল্লা (৬৫) নামের এক মুদি দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ। থানায় মামলা হওয়ার পর সোমবার দিবাগত রাতে মুদি দোকানি আব্দুল হককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, উপজেলার সুন্দরবন সংলগ্ন শরণখোলা গ্রামে স্কুলে অধ্যায়নরত ওই ছাত্রীর বাবা মা কাজের সুবাধে ভারতে থাকেন। তারা দুইবোন বাড়িতে থাকেন। স্কুলের সামনে আব্দুল হক মোল্লার দোকন থেকে তারা প্রায়ই কেনাকাটা করেন। গত ১৪ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী একা ওই দোকানে খাবার কিনতে যায়। এসময় একা পেয়ে মুদি দোকানি আব্দুল হক ছাত্রীটিকে ঝাপটে ধরে দোকানের পিছনে নিয়ে শ্লীলতাহানি ঘটায়। বিষয়টি সে তার বোনকে জানায় এবং স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এরপর তাদের বাবা-মার সাথে ফোনে কথা বলার পরে সোমবার রাতে ছাত্রীটির বোন বাদী হয়ে শরণখোলা থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরে পুলিশ আব্দুল হক মোল্লাকে গ্রেফতার করে। ওই ছাত্রীর বয়স নির্ধারণের জন্য সকালে বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে ও জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here