চাঁপাইনবাবগঞ্জে বাইসাইকেল চালানো নিয়ে বাক-বিতণ্ডার জের ধরে নবম শ্রেণির ছাত্র সিহাব আলীকে হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান, সহকারী শিক্ষক শাহিন আলী, দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, ইউপি সদস্য শাহজাহান আলী, নিহত সিহাব আলীর পিতা সাইদুর রহমান, মা সুফিয়া বেগম, প্রতিবেশী মুকুল ইসলামসহ শিক্ষার্থীরা।