বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার এবং সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় স্থানীয় জনগণ ও পর্যটকদের সচেতন করার জন্য সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতা ও সচেতনতা ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা স্কাউটস ও রোভারের রাণী বিলাসমণি (আরবিএম) মুক্ত স্কাউট গ্রুপ।
বিশ্ব স্কাউট সংস্থা ও জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) পরিবেশ বিষয়ক কার্যক্রমের অংশ হিসেবে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই পরিচ্ছন্নতা ও সচেতনতা ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। তাদের নিয়মিত পরিবেশ প্রকল্প ও ‘টুয়ার্ড সাসটেইনেবল সাসটেইনেবিলিটি প্রজেক্ট’-এর চারজন সদস্য ক্যাম্পেইন বাস্তাবয়ন করে।
মো. আবু নাসার উদ্দিন বলেন, সরকার পরিবেশ, জলবায়ু, জীববৈচিত্র্য রক্ষায় কাজ করেছে। নিজ নিজ অবস্থান থেকে সবার অংশগ্রহণের মাধ্যমে উক্ত কাজের সফলতা অর্জন সহজ এবং দ্রুত হবে। এসডিজি-টেকসই উন্নয়ন অভীষ্ট, লক্ষ্যমাত্রা অর্জনেও আপনি ভূমিকা রাখতে পারবেন। এই ক্যাম্পেইনের মাধ্যমে সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা, প্লাস্টিকদ্রব্য ফেলা, জীববৈচিত্র্য রক্ষা ইত্যাদি বিষয়ে নিজে সচেতন হয়ে পাশাপাশি অন্যকেও সচেতন করার আহ্বান জানান।
ক্যাম্পেইনের আওতায়, বিশ্ব পানি দিবস ২০২৩ উদযাপনের অংশ হিসেবে কক্সবাজারের লাবনী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, ইনানী এবং সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের মাঝে সচেতনতা বৃদ্ধি, ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের সম্পৃক্ততা ইত্যাদি কাজ করা হয়। সেন্টমার্টিন দক্ষিণপাড়া শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের সাথে কাবিং ও স্কাউটিং নিয়ে আলোচনা, সেন্টমার্টিন দ্বীপে ৩০ বস্তা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও স্থানীয়দের মাঝে সচেতনতা তৈরির জন্য লিফলেট বিতরণ করা হয়।