বিরাট কোহলি এবং সৌরভ গাঙ্গুলির চাহনি, হাত না মেলানো নিয়ে গত কয়েক দিনে অনেক আলোচনা হয়েছে। সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন দিল্লি দলের সহকারী কোচ শেন ওয়াটসন। জানালেন, যা রটনা হয়েছে, তা অনেকাংশেই জল্পনা হতে পারে। তবে কোহলির মধ্যে যে আলাদা খিদে ছিল দিল্লি ম্যাচ নিয়ে, সেটা মেনে নিয়েছেন তিনি।
এক ইউটিউব চ্যানেলে ওয়াটসন বলেছেন, মনে হয় অনেকটাই জল্পনা। তবে আমি নিশ্চিত নই। এ ব্যাপারে খুব বেশি জড়িয়ে যেতেও চাই না।
তবে ওয়াটসন বলেছেন, ওই ম্যাচে বিরাটের মধ্যে যে একটা আলাদা খিদে দেখেছিলাম সেটা নিশ্চিত। বিপক্ষের একজন সদস্য হিসেবে বলতে পারি, সেটা একেবারেই কাম্য নয়। বিরাট যখন আগ্রাসী হয়ে থাকে, তখন ওকে সবচেয়ে ভাল ছন্দে পাওয়া যায়। তবে সৌরভের সঙ্গে কী হয়েছে, সেটা নিশ্চিতভাবে কিছু বলতে পারব না।