সৌম্যের নটআউট বিতর্ক নিয়ে যা বললেন শান্ত

0

ফার্নান্দোর বলে পুল করেন সৌম্য সরকার। বল ধরেই আবেদন করলেন উইকেটরক্ষক। আউট দিলেন ফিল্ড আম্পায়ার গাজী সোহেল। সঙ্গে সঙ্গে রিভিউ নেন সৌম্য। আল্ট্রা-এজে দেখা গেছে স্পাইক। তবে টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমান জানান, স্পাইক দেখানোর সময় বল ও ব্যাটের মধ্যে ‘গ্যাপ’ দেখেছেন তিনি। তাই সৌম্য নটআউট। তবে থার্ড আম্পায়ারের এই সিদ্ধান্ত মানতে পারেননি লঙ্কান ক্রিকেটাররা। তারা সঙ্গে সঙ্গে মাঠের আম্পায়ারের কাছে আবেদন করেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নেওয়াজ জানালেন, এই সিদ্ধান্ত নিয়ে তারা ম্যাচ রেফারির দ্বারস্থ হবেন। এ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তুও।

দ্বিতীয় ম্যাচে জয় পাওয়ায় পুরোরো দলকে কৃতিত্ব দিচ্ছেন শান্ত, ‘খুবই ভালো। সবাই দলের জন্য খেলছে এটা গুরুত্বপূর্ণ। শেষ ম্যাচে আমরা যেভাবে কামব্যাক করেছি এটা সবাইকে বাড়তি একটা বিশ্বাস দিয়েছে যে কামব্যাক করতে পারি। দুই ম্যাচই দল হিসেবে আমরা ভালো খেলেছি। আলাদা কাউকে কৃতিত্ব দিতে চাই না। পুরো দলকে কৃতিত্ব দিতে চাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here