রীতিমতো মরু ঝড়ই উঠিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। তার হঠাৎ সৌদি আরব সফর নিয়ে জল ঘোলা কম হয়নি।
ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি পেয়েছেন ক্লাবের নিয়ম ভাঙার শাস্তি। বিষয়টা বড্ড বেমানানই ঠেকেছে অনেকের কাছে।
এই ঘটনায় ইনস্টাগ্রামে স্টোরিতে এক ভিডিও বার্তা দিয়েছেন মেসি। জানিয়েছেন কেনো তিনি এমনটা করতে বাধ্য হয়েছেন।
কেনো এমন ঘটনা ঘটালেন তার কারণ ব্যাখ্যায় মেসি বলেছেন, ‘যা ঘটছে, তা শেষ হওয়ার পর আমি এই ভিডিওটা তৈরি করতে চেয়েছি। প্রথমত, আমি আমার ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। আমি ভেবেছিলাম, ম্যাচের পরে সব সময়ের মতো দলে ছুটি থাকবে। এই সফরটা আগে থেকেই ঠিক করা ছিল ,এটা আমি বাতিল করতে পারিনি। আগেও আমি এই সফরটা বাতিল করেছিলাম।’