সৌদি যুবরাজের সঙ্গে সিরিয়ার নতুন প্রেসিডেন্টের সাক্ষাৎ

0

ক্ষমতা গ্রহণের পর প্রথমবার রাষ্ট্রীয় সফরে সৌদি আরব গেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। সৌদিতে দেশটির যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

সোমবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্রাউন প্রিন্সের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে আল-শারার। তাদের এ সাক্ষাৎকে বেশ গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকরা বলছেন, দুই নেতার এ সাক্ষাৎ উভয় দেশের মধ্যকার সম্পর্ককে ব্যাপক প্রভাবিত করবে এবং সিরিয়ার পুনর্গঠনে ইতিবাচক পরিবর্তন ঘটাবে। 

টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, রিয়াদে ক্রাউন প্রিন্সের সঙ্গে করমর্দন করছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট। আল-শারার সঙ্গে সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানিও রিয়াদ সফরে আছেন।

সাক্ষাৎকালে ক্রাউন প্রিন্স আল-শারাকে অভিনন্দন জানান এবং সিরিয়ার জনগণের আশা-আকাঙ্খা অর্জনে তার সাফল্য কামনা করেন।

এ সময় প্রেসিডেন্ট আল-শারা সিরিয়ার আরব প্রজাতন্ত্রের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে সমর্থন করার উপায় নিয়ে ক্রাউন প্রিন্সের সঙ্গে আলোচনা করেছেন। এছাড়াও উভয় দেশের নেতারা তাদের মধ্যকার সম্পর্ক উন্নত করার বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন।

বৈঠক সম্পর্কে টেলিগ্রামে একটি বিবৃতিতে আল-শারা লিখেছেন, আমরা ক্রাউন প্রিন্সের সাথে একটি দীর্ঘ বৈঠক করেছি। যেখানে সিরিয়ার মানবিক ও অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি শক্তি, প্রযুক্তি, শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যাপক ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি।

এদিকে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন।

গত সপ্তাহে আল-শারা সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার পর উপসাগরীয় অঞ্চলের দ্বিতীয় নেতা হিসেবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন। এর আগে গত বৃহস্পতিবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি সিরিয়ার রাজধানী দামেস্কে শারার সঙ্গে সাক্ষাৎ করেন।

গত ডিসেম্বরে সিরিয়ার বাশার আল-আসাদকে সরকারকে উৎখাত করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। বিদ্রোহী গোষ্ঠীটি গত বুধবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে আহমেদ আল-শারার নাম ঘোষণা করে।

সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা আল-শারা ক্ষমতায় আসার পর থেকে আরব ও পশ্চিমা বিশ্বের নেতাদের কাছ থেকে সমর্থন পাওয়ার চেষ্টা করছেন।-আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here