সৌদি বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতি আশা করছে রাশিয়া

0

রাশিয়া সোমবার সৌদি আরবে অনুষ্ঠিতব্য আলোচনায় কিছুটা অগ্রগতি আশা করছে বলে জানিয়েছে দেশটির প্রধান আলোচক। এই বৈঠকের আগে যুক্তরাষ্ট্র পৃথকভাবে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

মস্কো যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রস্তাবিত পূর্ণ ও নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে। এর পরিবর্তে, রাশিয়া শুধু জ্বালানি অবকাঠামোর ওপর বিমান হামলা বন্ধের প্রস্তাব দিয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্র পৃথকভাবে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে। রাশিয়ার আলোচক, সিনেটর গ্রিগরি কারাসিন, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন জভেজদা টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা অন্তত কিছুটা অগ্রগতি আশা করছি।’

এদিকে, রাশিয়ার আলোচকদের নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, তারা সাধারণত কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর অন্তর্ভুক্ত নন। আলোচক কারাসিন একজন পেশাদার কূটনীতিক, বর্তমানে তিনি রাশিয়ার উচ্চকক্ষ সংসদ সদস্য। আর দ্বিতীয় আলোচক সের্গেই বেসেদা রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি-এর একজন উপদেষ্টা।

বেসেদার অতীত নিয়েও বিতর্ক রয়েছে। ২০১৪ সালে ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নপন্থী বিপ্লবের সময় কিয়েভে অবস্থান করছিলেন তিনি।

কারাসিন বলেন, আমরা অন্তত একটি বিষয় সমাধানে লড়াই করার মনোভাব নিয়ে যাচ্ছি।

রুশ প্রতিনিধি দল রবিবার সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে এবং মঙ্গলবার দেশে ফিরে আসবে বলে জানিয়েছেন তিনি।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here