সৌদি-বার্সায় না যাওয়ার কারণ জানালেন মেসি

0

নাটকের শেষ অঙ্কে একটু বেশিই চমক দিলেন লিওনেল মেসি। দলবদলের খেলায় যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিকেই বেছে নিয়েছেন আর্জেন্টিনা। বার্সেলোনা, আল হিলাল ছেড়ে কেনো মিয়ামিকেই বেছে নিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। সেই কারণটাই নিজেই জানালেন মেসি।

মেসি বলেছেন, ‘আমি জানতে পেরেছি যে আমি যদি বার্সায় ফিরতে চাই তাহলে তাদের কয়েকজন খেলোয়াড় বিক্রি করতে হবে। কয়েকজনের বেতনও কমাতে হবে। আমি কখনোই এমন কিছু চাই না। আমাকে এবং বার্সেলোনাকে নিয়ে এর আগে অনেক মিথ্যা ছড়ানো হয়েছে। আমি চাই নি আবারো এমন কোনো কিছুর কারণ হতে।’ 

মেমি বলেছেন, ‘অর্থ আমার কাছে কখনোই বড় বিষয় ছিলো না। সৌদি আরব থেকে আমার কাছে অনেক টাকার প্রস্তাব ছিলো। আমার কাছে সেটিকে অনেক বেশি টাকাই মনে হয়েছে। পরিবারকে আরো বেশি সময় দেওয়ার জন্যই আমি যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছি।’ 

ইউরোপের অন্য ক্লাবে না যাওয়ার কারণও জানালেন মেসি। তিনি বলেন, ‘আমি ইউরোপে খেললে শুধু বার্সার জন্যই খেলতাম। অন্য ক্লাব থেকেও প্রস্তাব ছিলো, কিন্তু ইউরোপে আমার একমাত্র বার্সার জন্যই থাকা হতো।’

উল্লেখ্য, ইন্টার মায়ামিতে মেসির বেতন হবে বছরে ৫০ মিলিয়ন ডলার। সেইসঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দিয়ে মেসি পাবেন অ্যাডিডাস এবং অ্যাপলের মতো বিশ্ববিখ্যাত এবং অন্যতম শীর্ষ ধনী দুই কোম্পানির সঙ্গে কাজের সুযোগ। যা মায়ামির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও অব্যাহত থাকবে। ক্লাবটির আংশিক মালিকানাও পাচ্ছেন মেসি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here