সৌদি নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান

0

সৌদি নাগরিকদের অবিলম্বে লেবাননের ভূখণ্ড ছাড়ার আহ্বান জানিয়েছে দেশটির সৌদি দূতাবাস। তবে সৌদি আরব লেবাননের কোন এলাকাগুলি তার নাগরিকদের এড়াতে পরামর্শ দিচ্ছে তা নির্দিষ্ট করেনি।

শনিবার সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

এসপিএ বিবৃতি অনুসারে, সৌদি নাগরিকদের যে কোনো জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য দূতাবাস কয়েকটি ফোন নম্বরও দিয়েছে।

এদিকে, শনিবার কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে-তাদের নাগরিকদের জন্য একটি পরামর্শ জারি করেছে যাতে লেবাননের কুয়েতিদের সতর্ক থাকার এবং ‌‘নিরাপত্তা বিঘ্নের ক্ষেত্রগুলি’ এড়ানোর আহ্বান জানানো হয়। কিন্তু তাদের দেশ ছেড়ে চলে যেতে বলা বন্ধ করে।

এর আগে গত ১ আগস্ট লেবাননের জন্য ভ্রমণনীতি আপডেট করে যুক্তরাজ্য। লন্ডন জানায়, অতিপ্রয়োজন না হলে লেবাননের দক্ষিণের আইন এল-হিলওয়েহ শিবিরের কাছে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

শিবিরের নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানায়, শিবিরে প্রয়াত ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের রাজনৈতিক দল-ফাতাহ এবং কট্টর উগ্রপন্থিদের মধ্যে ২৯ জুলাই শুরু হওয়া লড়াইয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

সূত্র : আল-জাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here