সৌদি আরবে চলছে ফুটবলের নতুন এক বিপ্লব। গত ডিসেম্বরে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দিয়ে শুরু। বড় কোনো তারকা হিসেবে তিনিই প্রথম সৌদি লিগের দল আল-নাসরে যোগ দেন। এরপর ইউরোপিয়ান ফুটবলের প্রতিযোগিতার বাজার ছেড়ে এখন এশিয়ান দেশটিতে পাড়ি জমাচ্ছেন অনেক তারকা খেলোয়াড়রাই। শুরুতে তুলনামূলক বয়স্ক খেলোয়াড়দের দলে ভেড়ালেও বর্তমানে অনেক তরুণ এবং পরীক্ষিত তারকারাও পাড়ি জমাচ্ছেন সৌদি প্রো লিগের ক্লাবগুলোতে। যার সবশেষ সংযোজন ব্রাজিলের নেইমার জুনিয়র।
ঠিক সেই মুহূর্তেই বড় অঙ্কের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিলেন আতলেতিকো মাদ্রিদের মিডফিল্ডার রদ্রিগো দে পল। তার ক্লাবও ছাড়তে চাচ্ছে না এই আর্জেন্টাইনকে।
প্রস্তাব পেয়ে তাৎক্ষণিক জবাব না দিলেও পরবর্তীতে নিজের সিদ্ধান্ত জানান দে পল। প্রস্তাবটি বিবেচনা করার পর আর্জেন্টাইন এই তারকা আল আহলিকে ফিরিয়ে দেন। আতলেতিকো মাদ্রিদেই খেলা চালিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। তাছাড়া স্প্যানিশ কোচটির কোচ দিয়েগো সিমিওনেও দে পলকে ছাড়তে চাচ্ছেন না।
আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে না পেলেও বেশ কয়েকজন তারকাকে ইতোমধ্যে ইউরোপ থেকে দলে ভিড়িয়েছে আল আহলি। শুরুটা হয় সাবেক চেলসি গোলরক্ষক এদুয়োর্দে মঁদিকে দিয়ে। এরপর একে একে ক্লাবটিতে যোগ দেন সাবেক বার্সা মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসিয়ে, ম্যানচেস্টার সিটির সাবেক ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ, লিভারপুল তারকা রবের্ত ফিরমিনো।