সৌদি আরবের জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হার্ভে রেনার্ড। গতকাল মঙ্গলবার বলিভিয়ার কাছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-১ গোলে হারে সৌদি আরব। এরপর সৌদি ফুটবলের সঙ্গে ৪ বছরের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত জানান এই ৫৪ বছর বয়সী ফরাসি কোচ।
এএফপি জানিয়েছে, চুক্তি বাতিলের জন্য রেনার্ড নিজেই সৌদি আরবের ফুটবল ফেডারেশন (এসএএফএফ)-কে অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধ গৃহীত হয়েছে।
২০১৯ সালের জুলাইয়ে সৌদি জাতীয় দলের দায়িত্ব নেন দুইবারের আফকন জয়ী রেনার্ড। তার অধীনে কাতার বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছিল সৌদি আরব। গ্রুপ পর্বের ম্যাচে তারা হারিয়ে দিয়েছিল ফেভারিট আর্জেন্টিনাকে। পরে এই আর্জেন্টিনাই চ্যাম্পিয়নের খেতাব জিতে নেয়। ঐতিহাসিক ওই জয়ের পর রেনার্ড রাতারাতি তারকা কোচদের তালিকায় জায়গা করে নেন।