সৌদি-ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কি কথা হলো?

0

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গাজায় ইসরায়েলের আগ্রাসনের কারণে পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন। তিনি লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনেরও নিন্দা জানান। সেই সাথে এর বিরুদ্ধে বৈশ্বিক ব্যবস্থা নেয়ার আহ্বানও জানান আরাঘচি।

সোমবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে টেলিফোনে আলাপকালে আরাঘচি বলেন, যুদ্ধবিধ্বস্ত ও অবরুদ্ধ গাজায় চলমান গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ হওয়া উচিত।

২০২৩-এ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় ৫২ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। যার মধ্যে  অধিকাংশই নারী ও শিশু।

গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক সামরিক বিষয়ক মন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।

ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার মামলার মুখোমুখি। ইসরায়েল গাজা ভূখণ্ডকে প্রায় বসবাসের অযোগ্য করে তুলেছে।

তেহরানের পারমাণবিক কর্মকাণ্ডের শান্তিপূর্ণ প্রকৃতি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনার প্রক্রিয়া সম্পর্কেও শীর্ষ সৌদি কূটনীতিককে অবহিত করেছেন আরাঘচি।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে ১২, ১৯ এবং ২৬ এপ্রিল ওমান এবং ইতালিতে দুই দেশ তিন দফা আলোচনা করেছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী শনিবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর বন্দর আব্বাসে সংঘটিত মর্মান্তিক বিস্ফোরণের ঘটনায় ইরানের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এতে কমপক্ষে ৪০ জন নিহত এবং ১ হাজার জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

সূত্র: প্রেস টিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here