সৌদি আরবের রিয়াদ শহরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ১ মাস পর কুমিল্লা এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার বাংলাদেশ সময় দুপুর ১টায় সৌদি আরবের ড. সোলাইমান আল হাবীব হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত যুবক জেলার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের কাকৈরতলা গ্রামের জাকির মেম্বারের বড় ভাই আলমগীর পাটোয়ারী।
জানা গেছে, গত ৪ এপ্রিল বৃহস্পতিবার রাতে সৌদি আরবে কিয়ামুল লাইল নামাজ পড়তে বের হয়ে রাস্তা পারাপার সময় একটি প্রাইভেটকার ধাক্কায় আহত হয়। তাকে উদ্ধার করে সৌদি আরবের ড. সোলাইমান আল হাবীব হাসপাটালে ভর্তি করা হয়। সেখানে তিনি একমাস চিকিৎসাধীন থাকার পর বাংলাদেশ সময় রবিবার (৫ মে) দুপুর ১২টায় মারা যান আলমগীর।