সৌদি আরবে রমজানে নামাজের সময় বাইরে মাইক ব্যবহারে ‘না’

0
সৌদি আরবে রমজানে নামাজের সময় বাইরে মাইক ব্যবহারে 'না'

সৌদি আরব পুরো রমজান মাসজুড়ে নামাজের সময় বাইরে মাইক ব্যবহার নিষিদ্ধ করার আদেশ পুনর্বহাল করেছে।

দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুললতিফ আল শেখ নিশ্চিত করেছেন যে রোজার মাসে মসজিদগুলোর বাইরে মাইক লাগিয়ে নামাজ সম্প্রচার করার অনুমতি থাকবে না। তিনি জানান, বাইরে মাইক ব্যবহার কঠোরভাবে শুধু আজান ও নামাজ শুরুর আগে দ্বিতীয় আজানের (ইকামা) সময় ব্যবহার করা যাবে। খবর  নিউজ’র।

রমজানকে সামনে রেখে মঙ্গলবার দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মসজিদগুলোর প্রস্তুতির জন্য অনেকগুলো নির্দেশনা ও নির্দেশিকা ঠিক করে দিয়েছে, সেখানেই এ ঘোষণা এসেছে। নির্দেশিকায় হিজরি বর্ষপঞ্জির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারিভাবে দেওয়া নামাজের সময়সূচী মেনে চলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। নির্দেশিকায় এশার নামাজের সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং প্রতিটি নামাজের সময় আজান ও ইকামার মধ্যে সময়ের ব্যবধান রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় ইফতার আয়োজন শুধুমাত্র মসজিদের নির্দিষ্ট উঠানে করার আহ্বান জানিয়েছে। সতর্ক ব্যবস্থাপনার মাধ্যমে মসজিদগুলোতে দান করা পানি ব্যবহার করার আহ্বান জানানোর পাশাপাশি অতিরিক্ত মজুদ না করতে বলা হয়েছে। এর পাশাপাশি মসজিদের তত্ত্বাবধায়ক ও রক্ষণাবেক্ষণ দলকে সব সুযোগসুবিধা পরিষ্কার, নিরাপদ ও পুরোপুর প্রস্তুত রাখার বিষয়টিতে জোর দিতে বলা হয়েছে। পাশাপাশি নারীদের নামাজের জায়গার দিকে বিশেষ মনোযোগ দিতে বলা হয়েছে।

মন্ত্রণালয়টি জানিয়েছে, মুসুল্লিদের জন্য শান্ত, সুসংগঠিত ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পাশাপাশি পবিত্র মাসটিতে মসজিদের আশপাশের এলাকার প্রতি শ্রদ্ধা বজায় রাখার বিষয়টিতেও নজর দেওয়া হয়েছে।

তথ্য সূত্র : গাল্ফ নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here