সৌদির সঙ্গে মিলিয়ে বরগুনার ১১ গ্রামে ঈদ উদযাপন

0

সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের মতো এবছরও বরগুনার আমতলী, তালতলি, বেতাগী ও পাথরঘাটার ১১টি গ্রামে কাদেরিয়া চিশতিয়া ও সুরেশ্বর দরবার শরীফের অনুসারী দুই শতাধিক পরিবার আজ ঈদুল ফিতর উদযাপন করছে।

আমতলীর গুলিশাখালী ইউনিয়নের গোজখালী, চাওড়া ইউনিয়নের সলিমাবাদ, আউয়াল নগর, হলদিয়া, তালতলির কড়ইবাড়িয়া ইউনিয়নের আলিরবন্দর, সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট, বেতাগী উপজেলার বেতাগী ইউনিয়নের লক্ষীপুরা, কাজীরাবাদ ইউনিয়নের বকুলতলী, বুড়ামজুমদার ইউনিয়নের কাজীরহাট এবং পাথরঘাটা উপজেলার পাথরঘাটা ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামসহ জেলায় দুই শতাধিক পরিবার ঈদ উদযাপন করছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here