সৌদির কাছে যে কারণে সামরিক সহায়তা চেয়েছে ইয়েমেন

0
সৌদির কাছে যে কারণে সামরিক সহায়তা চেয়েছে ইয়েমেন

সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত ও শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের কাছে জরুরি ভিত্তিতে নতুন করে সামরিক সহায়তা চেয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত বৈধ সরকার। শুক্রবার (২৬ ডিসেম্বর) প্রকাশ্যে এই সহায়তার আহ্বান জানান ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের (পিএলসি) প্রেসিডেন্ট রাশেদ আল-আলিমি। 

বর্তমানে ইয়েমেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল’ (এসটিসি)-এর ক্রমবর্ধমান দখলদারিত্ব এবং বিদ্রোহী হুতিদের সম্ভাব্য আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতেই এই অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সৌদি আরব ইতিমধ্যে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বৃহত্তম প্রদেশ হারদামাউতে এসটিসির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের এই রাজনৈতিক ও সামরিক সংকট ডিসেম্বরের শুরু থেকে আরও ঘনীভূত হয় যখন এসটিসি সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলের দখল নিতে শুরু করে। বর্তমানে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ প্রদেশ হারদামাউত ও আল-মাহরার অধিকাংশ এলাকা এসটিসির নিয়ন্ত্রণে চলে গেছে।

এদিকে, ইয়েমেনে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে সৌদি আরবের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সেইসঙ্গে দেশটির স্থিতিশীলতা বজায় রাখতে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তারা। শুক্রবার (২৬ ডিসেম্বর) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই মন্তব্য এমন সময় এলো, যখন ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় হাদরামাউত শহরের বিচ্ছিন্নতাবাদীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রিয়াদ। যদিও হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে বৃহস্পতিবার সৌদি আরব বলেছিল, তারা আশা করছে ইয়েমেনের প্রধান দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তাদের চলমান উত্তেজনা ও সংঘাতের পথ থেকে সরে এসে পরিস্থিতি শান্ত করবে। এ উত্তেজনার ফলে গোষ্ঠীটি দক্ষিণ ইয়েমেনের বিস্তৃত অঞ্চলে কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সূত্র: আল-জাজিরা, আল-আরাবিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here