সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইতালি। ইতালি সরকার বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
ইয়েমেন সংঘাতে নিরীহ মানুষের ওপর সৌদি আরব আমদানি করা অস্ত্র ব্যবহার করায় ২০১৯ এবং ২০২০ সালে দেশটির ওপর অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করে ইতালি সরকার।
উল্লেখ্য, সম্প্রতি ইরানের সঙ্গে সমঝোতা করেছে সৌদি আরব। ইয়েমেনে সৌদি আরব ও ইরান পরস্পর বিরোধী গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছিল। ইরান হুতি বিদ্রোহীদের সমর্থন দিত আর সৌদি সরকার ইয়েমেনের সরকারকে সমর্থন দিত। ২০১৬ সালে ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। সম্প্রতি চীনের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে ফের কূটনৈতিক সম্পর্ক শুরু করেছে রিয়াদ।
ইতালি গতমাসে সৌদির মিত্র সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। সূত্র: আল আরাবিয়া