বেশ জোরেসোরেই শোনা যাচ্ছিল সন হিউং-মিনের সৌদি আরবে পাড়ি জমানোর সম্ভাবনার খবর। তবে পুরোটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ড। তিনি বলেছেন, ইংলিশ ফুটবলে এখনও অনেক কাজ বাকি আছে তার।
ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সৌদি আরবের দল আল-ইত্তিহাদ পাঁচ কোটি পাউন্ডের বিনিময়ে সনকে দলে ভেড়াতে আগ্রহী। দক্ষিণ কোরিয়া অধিনায়ককে নাকি বছরে ২ কোটি ৫০ লাখ পাউন্ড বেতনের একটি দীর্ঘমেয়াদী চুক্তির প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সৌদি প্রো লিগের ক্লাবটি।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মঙ্গলবার (২০ জুন) দক্ষিণ কোরিয়া ও এল সালভাদরের ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে খেলেন সন। ম্যাচের পর সৌদি আরবের ক্লাব যোগ দেওয়ার বিষয় নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, অর্থই তার কাছে সব নয়।
তিনি জানান, প্রিমিয়ার লিগে আমার এখনও অনেক কিছু করার আছে। এখন আমার কাছে অর্থ কোনো বিষয় নয়। ফুটবল খেলার গর্ব, নিজের প্রিয় লিগে খেলাটা আমার কাছে গুরুত্বপূর্ণ।
চলতি মাসে তিন মৌসুমের চুক্তিতে ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমাকে দলে ভেড়ায় আল-ইত্তিহাদ।