সৌদিতে অভিযানে গ্রেফতার ১০ হাজারের বেশি অভিবাসী

0

দেশজুড়ে এক সপ্তাহের অভিযানে ১০ হাজারের বেশি অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরব। এছাড়াও বর্তমানে দেশটিতে গ্রেফতারকৃত ২৬ হাজার ৫৪ জন আইনি ব্যবস্থার মুখোমুখি হয়েছেন। তাদের মধ্যে কেবল নারীই রয়েছেন ৪ হাজারের বেশি।

আবাসন, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে রবিবার অভিবাসীদের গ্রেফতারের তথ্য এক বিবৃতিতে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৫ হাজার ৬৯৭ জন, সীমান্ত নিরাপত্তা আইনে ৩ হাজার ৬১৩ জন এবং শ্রম আইন লঙ্ঘন করায় এক হাজার ৩৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, সৌদিতে প্রবেশের চেষ্টার সময় আরও ৫৯১ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। একই সময়ে দেশ ছাড়ার চেষ্টাকালে ২৬ জনকে গ্রেফতার করা হয়।

সূত্র : আরব নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here