টলিউড অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে ঘিরে বিতর্ক এখন তুঙ্গে। এ নিয়ে তার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় মেয়েকে নিয়ে গিয়েছিলেন থানায়। থানা থেকে বেরিয়ে বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খোলেন মেয়ে নিয়াশা চট্টোপাধ্যায়।
এদিন তাকে বলতে শোনা যায়, আমি স্যোশাল মিডিয়ার মাধ্যমে দেখলাম। মা আমাকে সেদিন ফোন করে বলে, ফোনটা একবার খুলে দেখ। আমি কিছু পাঠিয়েছি। তখন ফোন খুলে দেখি বাবার বিয়ের ছবি। আমার মা আমার পাশে বসে কাঁদছে। কোনো মেয়ে কী বলবে এটায়? আমি জানতামও না। আমি আমার অন্য বন্ধুদের বাবাকে যখন দেখি, তখন মনে হয় আমার বাবা এসব করছে। উনি বাবা এবং স্বামী হিসেবে ব্যর্থ।
মঙ্গলবার হিরণ ঋতিকা গিরির সঙ্গে তার বিয়ের ছবি পোস্ট করেন। বেনারসে তারা সাতপাকে বাঁধা পড়েছিলেন। আর তারপর থেকেই এসব নিয়ে শুরু হয় বিরাট জলঘোলা। পরদিন বুধবার রাতে স্বামীর নামে অভিযোগ দায়ের করতে মেয়েকে নিয়ে থানায় গিয়েছিলেন প্রথম স্ত্রী অনিন্দিতা। তার অভিযোগ, স্বামীর সঙ্গে আইনিভাবে ডিভোর্স হয়নি তার।
এদিকে, নায়কের প্রথম স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে নতুন বউ ঋতিকা জানান, মঙ্গলবার নয়, অনেক আগেই তিনি ও হিরণ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। হিরণ তাঁর প্রথম স্ত্রীকে নাকি ডিভোর্সের নোটিশও পাঠিয়েছিলেন। আর অনিন্দিতা নাকি তাদের বিয়ের ব্যাপারেও জানতেন।

