ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে।
সোমবার টানা ৭ ঘন্টা গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে পেট্টোবাংলার আওতাধীন প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা গ্যাসের সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন বিজেশ্বর, ভাদুঘর, কাউতলী, কুমারশীল, মেড্ডা, নাটাই, গোর্কঘাট, বিরাসার, ঘাটুরা ও আশপাশ এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকরা গ্যাস সংযোগ থেকে বঞ্চিত থাকবেন।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, জরুরি প্রযুক্তিগত উন্নয়ন ও সিস্টেম রক্ষণাবেক্ষণের স্বার্থেই সাময়িকভাবে এই গ্যাস সরবরাহ বন্ধের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে করেছে কর্তৃপক্ষ।
এদিকে, গ্যাস সরবরাহ বন্ধের বিষয় গতকাল রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করিয়েছে বাখারাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেড।
বাখারাবাদের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় সূত্র জানায়, জেলায় আবাসিক গ্রাহকের সংখ্যা ২৩ হাজার ১৭৮ এবং ক্ষুদ্র কুটির শিল্প, রেস্তোরাঁসহ বাণিজ্যিক গ্রাহক ১৬১ জন। ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের চাহিদা ৫-৬ মিলিয়ন ঘনফুট। শীতকালে গড়ে সাড়ে ৯ মিলিয়ন ঘনফুট এবং গরমকালে সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়।

